সত্যবার্তা ডেস্কঃ
নাটোরের সিংড়া থানার লালোর ইউনিয়নের নগর মাজগ্রাম গ্রামে মাছ চাষ কে কেন্দ্র করে আনিসুর রহমান(৬০)পিতা মৃত নমীর আলী নামে একজনকে গুম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
পরিবার সূত্রে জানা যায় , বাড়ির পাশে একটি জলাশয় নিয়ে দীর্ঘদিন যাবৎ জটিলতা চলছিল ।এমতাবস্থায় অদ্য রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আনিসুর রহমান তার স্ত্রী মোছাঃ কোহিনুর কে বলে কে যেন শ্যালো মেশিন সেট করে পুকুরে মাছ ধরার চেষ্টা করছে । সে বিষয়টি দেখার জন্য শোবার ঘর থেকে বের হয়ে আসলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সারোজমিনে দেখা যায় না এবং আনিসুর রহমানের আত্মীয়-স্বজনের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় তার ব্যবহারিত একটি মোবাইল সেট ও পায়ের স্যান্ডেল এবং একটি লাঠি পুকুর পাড়ে পরিলক্ষিত হয়। সকালের দিকে নিখোঁজ আনিসুর রহমানকে আর বিভিন্ন চেষ্টা করে আত্মীয়-স্বজনরা কোথায় কোন খবর না পেয়ে তারা ট্রিপল নাইনে ফোন করে। তাদের পরামর্শ অনুযায়ী সিংড়া থানায় অভিযোগ দিতে বলেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি জনাব আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আমি জানিনা এখন ও কোন অভিযোগে পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেব।।
এ বিষয়ে আরোও জানতে চাইলে পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিখোঁজ আনিসুর রহমানের বাসভবনের সামনে পূর্ব দিকে একটি জলাশয় রয়েছে এই জলাশয় নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ মহসিন, মাসুদ রানা, নুরুল হক সহ কতিপয় ব্যক্তিদের সঙ্গে বিরোধ চলে আসছিল ।
গত কয়েকদিন এ বিষয়ে তাদের মধ্যে দন্দ্ব তৈরী হয় এবং বিভিন্ন হুমকি ধামকি চলছিল বলে জানায়।
এ বিষয়ে মাসুদ রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন কিছুই জানা নেই ।
তবে পুকুরটি সরকারিভাবে সরকারি বিধি বিধান অনুযায়ী আমার ফুফাতো ভাই নুরুল হক তিন বছরের জন্য লীজ নেয় কিন্তু তিনি কোনভাবেই তার লীজকৃতপুকুরে মাছ চাষ/ পুকুর দখল করতে পারছে না । এবং তাদের নামে নিখোজ আনিছুর রহমানের পরিবার যে অভিযোগ করছে তা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করছে ।