আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের সিংড়ায় ব্লক প্রদর্শনীর ধান কর্তনের শুভ উদ্বোধন!

সত্যবার্তা ডেস্ক :

নাটোরের সিংড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তনের শুভ উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা।

 

 

মঙ্গলবার দুপুরে বালুভরা মাঠে আধুনিক প্রযুক্তির কম্বাইন হারভেস্টার দিয়ে ৫০ জন কৃষকের সমলয় চাষাবাদের ৫০ একর জমির ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ বোরো হাইব্রিড ধানকাটার উদ্বোধন করেন।

 

নাটোর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়ার ইউএনও (ভারপ্রাপ্ত) আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ প্রমূখ।

 

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, এবছর সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এরমধ্যে বালুভরা মাঠে ৫০ জন কৃষকের সমলয় চাষাবাদে ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান চাষাবাদ করা হয়েছে। কৃষকদের মাঝে আধুনিকতার ছোঁয়া পৌছে দিতে কাজ করছে বলে জানান তিনি।

 

জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা বলেন, আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে বিপ্লব ঘটেছে। আর সমলয় চাষাবাদে কৃষক কম খরচে বেশী ফসল ঘরে তুলতে পারছেন ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার