আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এম এ মালেককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শেরকোল বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের মৃত রেকাত উদ্দিন প্রামাণিকের ছেলে।
এর আগে গত ২৮শে অক্টোবর রাতে সিংড়া থানার উপ- পরিদর্শক রতন রায় বিএনপির ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৮জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে। তাকে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হবে। সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ মানিক উদ্দিন ভূঁইয়া
বার্তা সম্পাদক: মোঃ মুক্তা ভুঁইয়া
নিউজ ডেস্ক: ০১৭৮৮-৭০২৩৫৩
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ঢাকা সাভার, রাজফুলবাড়ী
ই-মেইল : shottobarta.bd@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার