সত্যবার্তা ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলায় খালের পানিতে ডুবে রিমা (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামে খালের পানিতে ডুবে রিমা মৃত্য বরণ করেন।
নিহত শিশু রিমা উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের রিপন ফকিরের মেয়ে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা খালের পারে যায় রিমা। এ সময় রিমা খালে পড়ে নিখোঁজ হয়। পরিবারের
লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পানিতে রিমাকে ভাসতে দেখেন প্রতিবেশীরা । তারপর দ্রুত তাকে ডোবা থেকে উপরে নিয়ে আসলে সবাই নিশ্চত হয় যে রিমা মারা গিয়েছে ।
এঘটনায় রিমার পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে ।