আজ- শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের সিংড়া থেকে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক-৫

সত্যবার্তা ডেস্ক:

নাটোর জেলার সিংড়া থানাধীন ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট বসিয়ে সাড়ে ২৬ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহন করার পিকআপ জব্দসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়ায় নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে, জৈনক মোঃ জয়নাল প্রামানিক এর বসতবাড়ীর সামনে আত্রাই হতে সিংড়াগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি সাদা-হলুদ রংয়ের BOLERO পিকআপ থেকে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আসামী ১| মোঃ রিপন ইসলাম (২৬) ড্রাইভার, পিতা- মোঃ আতাউর রহমান, সাং- পশ্চিম সারডুবি, ২| মোঃ রুবেল হোসেন (২৫) হেলপার, পিতা- মোঃ শাহ জালাল, সাং- মধ্য গড্ডিমারি, দুইজন এর থানা হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট, ৩| মোঃ মুন্নাব আলী (৩৮) পিতা- মৃত আশকান আলী, সাং- সরকার পাড়া, ৪| মোঃ সাগর আলী (২২) পিতা- মৃত বাবু হোসেন, সাং- পেট্রোবাংলা, ৫| মোঃ জিসান আলী (১৯) পিতা- ফটিক আলী, সাং-গোডাউন পাড়া, সকলের থানা- সিংড়া, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায় যে, জব্দকৃত আলামত গাঁজা তারা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চলের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এবং তারা দীর্ঘদিন ধরে এই মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর