
সত্যবার্তা ডেস্ক:
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময়, নাটোর জেলার সিংড়া থানাধীন কুপারপাড়া গ্রামের মিলন রোড সংলগ্ন এলাকায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১| মোঃ আল মামুন সরকার (৩২), পিতা- মোঃ আবুল হোসেন সরকার, সাং- কুমারপাড়া, থানা- সিংড়া, জেলা- নাটোর কে গ্রেফতার করা।
র্যাব জানায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আল মামুন সরকার গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তা বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জব্দকৃত গাঁজা ক্রয় বিক্রয় করে আসছে।