আজ- শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের সিংড়ায় ১০টাকা কেজির ৪৯ বস্তা সরকারি চাল উদ্ধার

সত্যবার্তা ডেস্ক;

নাটোর জেলার সিংড়াতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বেলোয়া গ্রাম থেকে ৪৯ বস্তা চাল উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের ছেলে রবিউল সরকারের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা এবং একই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
কিন্তু উক্ত ঘটনায় সরকারী এসব চাল সরানোর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ বস্তা চাল জব্দ করেন।
উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রেখেছেন

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম জানান বলেন তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর