আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরের হালতি বিলের কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতাকর্মীরা।

সত্য বার্তা ডেস্ক:

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতির বিলে কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল সাকিব বাকীর নেতৃত্বে রবিবার (৩০ এপ্রিল) কৃষকের জমির পাকা ধান কেটে দেন যুবলীগের নেতাকর্মীরা।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের আহ্বানে, হালতির বিল এলাকায় শ্রমিক সংকটে থাকা কৃষকের জমির ধান কেটে দিচ্ছে যুবলীগের একঝাক তরুন নেতাকর্মীরা।

 

নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী, সাবেক ছাত্রলীগ নেতা নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী বলেন, এদেশের সকল দূর্যোগ, দূর্বিপাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সবসময় এদেশের মা, মাটি ও মানুষের পাশে দাড়িয়েছে তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী শ্রমিক সংকটের কারনে হালতির বিলের সোনালী ধান ঘরে তুলতে বিলম্ব হওয়াই আমরা যুবলীগের নেতাকর্মীবৃন্দ ধান কাটায় অংশ নিই।

 

উক্ত ধানকাটা কর্মসূচিতে যুবলীগ নেতা বাকী সহ আরো উপস্থিত ছিলেন, পিপরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাহজালাল, নাটোর এন.এস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন রাজীব, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সরদার, পিপরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিশন, উপজেলা ছাত্রলীগ নেতা রবিন দেওয়ান, রনি দেওয়ান প্রমুখ সহ অর্ধশতাধিক নেতাকর্মী ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহন করেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর