সত্যবার্তা নিউজঃ
নাটোরের নলডাঙ্গার মিনি কক্সবাজার খ্যাত পাটুল বিল এলাকায় চালু করা হয়েছে বিনোদন ও ভ্রমন পিপাসুদের জন্য দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট। রোববার দুপুরে নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এই রির্সোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সদস্য দিলীপ কুমার দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, ব্যবসায়ী হাবিব আহসান বাবু, গোলাম নবী, নলডাঙ্গা উপজেলা আওয়ালীগ সভাপতি আব্দুস শুকুর সহ স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, তার অনেক দিনের আশা ছিল মিনি কক্সবাজার খ্যাত নলডাঙ্গার পাটুল বিলে একটি উন্নত মানের বিনোদন ও পর্যটন কেন্দ্র তৈরী করার। এই বিনোদন কেন্দ্র হওয়ায় এখন অনেক দুর দুরান্তের পর্যটক ও ভ্রমন পিপাসু মানুষ আসতে পারবেন। এখানে তারা পরিবার নিয়ে রাত্রিযাপন করা সহ মিনি কক্সবাজারের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
উদ্বোধনশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যান্যভোজের আয়োজন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।