সত্যবার্তা ডেস্ক:
নাটোরে সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতা মোঃ কাজল হোসেন (২৪), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- কাশিমালা, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ”কে চুরি হওয়া একটি অটোরিক্সা সহ নাটোর সদর উপজেলার মাদ্রাসা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
ভুক্তভোগী নাটোর সদর উপজেলার চৌধুরী বড়গাছা এলাকার মোঃ রুবেল হোসেন জানান, গতকাল (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার সময় খাওয়া দাওয়া শেষে তার নিজ বাড়িতে অটোরিক্সা টি চার্জে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫ টার সময় চার্জে থেকে অটোরিক্সা খুলে দিতে গিয়ে দেখে যেই ঘরে অটোরিক্সা টি রাখা ছিল তার তালা ভাঙ্গা এবং অটোরিক্সা টি আর নেই।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কাজল হোসেন একজন সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জায়গা থেকে এর আগেও অটোরিক্সা চুরি করে তা অন্যান্য অঞ্চলে বিক্রয় করেছে।