আজ- শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিপূরণ চেক বিতরণ অনুষ্ঠিত

 পৌর প্রতিনিধিঃ

মোঃ সোহান সরকারঃ

শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কাজের জন্যে অধিগ্রহনকৃত ভূমির মালিকগণের মাঝে ক্ষতিকরণের চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় পৌনে দুই কোটি টাকার চেক ১৩ ব্যক্তির মাঝে হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক বলেন, শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের সকল প্রতিবন্ধকতা দূর হয়েছে। কাংখিত এই সড়ক উন্নয়ন কাজ খুব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শহরবাসীর চলাচল সুগম হবে এবং জানজট সমস্যার সমাধান হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, শহরের বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত শহরের মধ্যবর্ত্তী সড়ক মিডিয়ানসহ প্রশস্তকরণ কাজ দ্রুত বাস্তবায়ন পর্যায়ে যাবে। এজন্যে মোট ব্যয় হচ্ছে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর