সত্যবার্তা ডেস্ক:
নাটোরের পুলিশ সুপার পুলিশ জনাব মোঃ সাইফুর রহমান পিপি,এম, এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে। ডিবি পুলিশের ওসি মোঃ সাজ্জাদ হোসেন তার টিম নিয়ে, নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বালিয়া নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য কে গ্রেফতার ও মুক্তিপণ বাবদ আদায়কৃত নগদ টাকা এবং ভিকটিম মোঃ আলমগীর হোসেন (২৯) পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- বারুহাট, থানা ও জেলা নাটোর কে উদ্ধার করা হয়।
মোঃ শহিদ রানা (২৬) পিতা- মোঃ আবুল হোসেন, সাং- বন্দর আমতলা, থানা- সিংড়া, জেলা- নাটোরের অভিযোগের প্রেক্ষিতে। অপহরণকারী গ্রেফতারকৃত আসামী ১| মোঃ নাফিউল ইসলাম (৩৩) পিতা- মৃত আব্দুল কুদ্দুস, সাং- বালিয়া জুয়ারী, ২| মোঃ জুয়েল রানা (৩০) পিতা- মোঃ মুক্তর হোসেন, সাং- আহম্মেদপুর, ৩| মোঃ আমিনুল ইসলাম (২০) পিতা- মৃত আবুল কালাম, ৪| মোছাঃ সোহাগী বেগম (৩০) স্বামী- মোঃ আলিফ শেখ, পিতা- মোঃ ফরহাদ প্রাং, উভয়ের সাং- নওপাড়া বালিয়া, সর্ব থানা- বড়াইগ্রাম, ৫| মোছাঃ প্রিয়াংকা খাতুন, (১৯) স্বামী- মোঃ মারুফ হোসেন, পিতা- মোঃ নজরুল মন্ডল, সাং- পশ্চিম মাধনগর, থানা- নলডাঙ্গা, সর্ব জেলা- নাটোর।
উল্লেখ্য যে, গতকাল ০৩/১২/২০২২ ইং শনিবার বিকেল আনুমানিক ৫ টার সময় ভিকটিম মোঃ আলমগীর হোসেন তার নিকটতম বন্ধু মোঃ শহিদ রানা কে ফোন করে জানায় যে, মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানীর মাঠ পর্যায়ে কাজ করার সময় আহম্মেদপুর বাসস্ট্যান্ড থেকে মোছাঃ প্রিয়াংকা খাতুন পরিচয় দিয়ে বলে যে তিনি ইন্সুরেন্স করবে বলে সুকৌশলে ডেকে নিয়ে বড়াইগ্রাম থানাধীন আহম্মেদপুর নওপাড়া বালিয়া জুয়ারী এলাকায় একটি অজ্ঞাত বাড়িতে ৪/৫ জন তাকে আটক করে মারপিট করতেছে এবং দ্রুত সময়ের মধ্যে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এবং মুক্তিপণের টাকা না দিলে হত্যার হুমকি প্রদান করে।
তখন ভিকটিম এর বন্ধু মোঃ শহিদ রানা নিরুপায় হয়ে তার বন্ধুকে বাঁচাতে অপহরণকারীদের দেওয়া বিকাশ ০১৬০১-৭৭৬৯১৫ নম্বরে তাৎক্ষণিক ১০ হাজার টাকা পাঠাই। পরবর্তীতে বিষয়টি নাটোরের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কে অবগত করে, পুলিশ দ্রুত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের লোকেশন শনাক্ত করে আহম্মেদপুর বাজারের বিকাশের দোকানদার মোঃ সাব্বির হোসেন কাছে গেলে। দোকানে থাকা অপহরণকারী চক্রের ০২ জন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তাদের ডিবি পুলিশ গ্রেফতার করে। এবং আসামীদের দেহ তল্লাশি করে মুক্তিপণের ১০ হাজার টাকা পায় এবং তাদের দেওয়া তথ্য মতে, বড়াইগ্রাম থানাধীন নওপাড়া বালিয়া ব্রিজ সাকিনের বসত বাড়ি থেকে অপহৃত হওয়া ভিকটিম মোঃ আলমগীর হোসেন কে উদ্ধার করে।