
সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলার তেলকপি এলাকায় মঙ্গলবার ১৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭ টায়, সিপিসি-২ র্যাব-৫ নাটোর ক্যাম্পের, কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। নাটোর সদর থানার তদন্তাধীন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ মামলার আসামী মোঃ মোকলেছ মোল্লা (৬০) পিতা- মৃত আঃ মজিদ মোল্লা, সাং- চর লক্ষীকুল, থানা ও জেলা নাটোর’কে গ্রেফতার করেছে।
জানা যায় যে, গত ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২ টার সময় এই মামলার আসামীগণ সদর থানার ছাতনী ইউনিয়নের তেলকপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভিকটিম কে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ৬ সেপ্টেম্বর তারিখে আসামী মোঃ মকলেছ মোল্লা একটি স্ট্যাম্পে ভিকটিম এর স্বাক্ষর নেয় এবং বলে যে অপর আসামী মোঃ রাব্বি (২৩) সাথে ভিকটিম এর বিয়ে হয়েছে। পরবর্তীতে ভিকটিম এর মা বিষয়টি জেনে আসামীদের সঙ্গে যোগাযোগ করে তার মেয়ে’কে ফেরত দিতে বলে কিন্তু আসামীরা ভিকটিম কে ফেরত না দিয়ে বরং তাল-বাহানা করে। মেয়েকে না পেয়ে পরে নাটোর সদর থানায় ভিকটিম এর মা বাদী হয়ে এজাহার দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব আসামী মোঃ মখলেছ মোল্লা কে আটক করতে সক্ষম হয়।