সত্য বার্তা ডেস্ক
নাটোরে অস্র বিহীন আনছার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি।নাটোর জেলা আনছার ভিডিপির আয়োজনে নাটোরের সুনাম ধন্য বিদ্যাপিঠ দিঘাপতিয়া এমকে অর্নাস কলেজে অস্র বিহীন ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ০৪/০৯/২০২২ হতে অদ্য ১৫/০৯/২০২২ রোজ বৃহস্পতিবার শেষ হয়।
এ প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে ছিলেন টি আই কণক কুমার দত্ত। সহকারী হিসাবে ছিলেন ইউনিয়ন দলনেতা মোঃ আমিনুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম ইউনিয়ন কমান্ডার। ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের ট্রেইনার ছিলেন নাটোর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ এবং নাটোর সদর উপজেলা পরিষদের সুযোগ্য ইউএনও মহাদোয়।১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সকলকে সনদ পত্র এবং ভাতা প্রদান করা হয়।
এ প্রশিক্ষনের মূল লক্ষ্য হল সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সরকার কে সহায়তা করা ।