
সত্যবার্তা ডেস্ক :
কাজ শেষ হওয়ার আগেই বিল না দেয়ায় নাটোর বিএডিসির সহকারি প্রকৌশলী নাসিম আহমেদকে পিটিয়ে আহত করেছে ঠিকাদাররা।তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রকৌশলী জানান, বিএডিসির অধিন প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যায়ে নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার ৪টি স্থানে ভূগর্ভস্থ সেচনালা স্থাপনের টেন্ডার পায় কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টার প্রাইজ।
কাজ শেষ না করেই রোববার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৩ প্রতিনিধি রওনক আলশ,জাকির ও সুজন নাটোর বিএডিসি কার্যালয়ে গিয়ে বিল দাবি করে।
কিন্তু প্রকল্পের দায়িত্বরত সহকারি প্রকৌশলী নাসিম আহমেদ কাজ শেষ না হওয়া পর্যন্ত বিল পরিশোধে অপারগতা প্রকাশ করলে ঠিকাদারের ওই প্রতিনিধিরা প্রকৌশলীকে তার দপ্তরেই এলোপাথারি মারপিট শুরু করে।
তার চিৎকারে দপ্তরের অন্যরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।