আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে আ’লীগের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার।

সত্যবার্তা ডেস্ক:

গত শনিবার (১ এপ্রিল) দুপুর ২ টার সময় পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ এর কর্মসূচি আলাইপুর উপ-শহর মাঠে ঘোষণা করা হয়। এবং একই দিনে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে শহরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

 

শনিবার দুপুর আনুমানিক ৩ টার সময় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপ-শহর মাঠের দিকে রওনা হয়। সেই সময় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য চলছিল। হঠাৎ করেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয়। এবং বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু বিদেশি পিস্তল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

 

পরবর্তীতে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ নিউন হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় শহীদুল ইসলাম বাচ্চু কে প্রধান আসামী করে মামলায় বিএনপির ২৬ জনের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করে এজাহার দায়ের করেন।

 

এই মামলায় এজাহার ভুক্ত ২৪ নম্বর আসামী জিএস জহির কে মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেবাড়িয়া এলাকা থেকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার