আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে আলোচিত কৃষক হত্যা মামলার আরো দুই আসামি গ্রেফতার।

সত্য বার্তা ডেস্ক :

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন এর জোলারপাড়া গ্রামে। কলা চাষী মৃত আবুল কালাম (৫৫), হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী মোঃ বাবলু মোল্লা (৩৫), এবং মোঃ আহসান মোল্লা @ কালাম @ কালা (৫৫), উভয়ের পিতা- মোঃ শুকচান। সাং- কাফুরিয়া (রিফুজিপাড়া) থানা ও জেলা নাটোর কে। র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে। ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফারাম বাজার এলাকা হইতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, ভিকটিম মৃত আবুল কালাম পেশায় একজন কৃষক ছিলেন। তিনি মানুষের জমি বর্গা ও লীজ নিয়ে কলা চাষ করত। এই হত্যাকান্ডের পূর্বে ভিকটিম গ্রেপ্তারকৃত আসামিদের ভাই মোঃ কামাল হোসেন এর নিকট কলা বিক্রি করেন। ৮০ হাজার টাকা নগদ প্রদান করেন এবং ২ লক্ষ টাকা বাকি মোঃ কামাল হোসেন বাঁকী রাখেন। ভিকটিম বাঁকী টাকা চাইলে মোঃ কামাল হোসেন বিভিন্ন সময় তালবাহানা করেন। ঘটনার দিন ১২/০৭/২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ৭ টার সময়। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন এর জোলারপাড়া জৈনক মোঃ শাহীন এর বিস্কুট ফ্যাক্টরি সামনে ভিকটিম আসামিদের নিকট বাঁকী টাকা চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা লাঠিশোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ভিকটিম ঘটনাস্থলে মারা যায়।

হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা এজারভুক্ত মোঃ লাভলু শেখ কে গ্রেফতার করে। এবং বুধবার (১৯ জুলাই) ফরিদপুর থেকে আরো ২ আসামি মোঃ বাবলু মোল্লা ও মোঃ আহসান মোল্লা @ কালাম @ কালা কে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার