সত্যবার্তা ডেস্ক :
টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কির জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল এলাকায় আব্দুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।আব্দুল মান্নান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পাটুল পূর্বপাড়া গ্রামের চারু দর্জির ছেলে।
আহতের ছেলে পিপরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান মিশন জানান, টাকা লেনদেন বিষয়ে স্থানীয় মাজু খাঁর ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে তার বাবা বের হলে রফিকুল তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নলডাঙ্গা থানার ওসি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।