সত্যবার্তাডেস্ক :
নাটোরে ইকো টেক ফাউন্ডেশন ও ইকো টেক হেলথ কেয়ার এর আয়োজনে, ইকো টেক ডায়াগনস্টিক ও ক্লিনিকের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ এ ফেব্রুয়ারি ২০২৩ নাটোর সাহারা প্লাজায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে টেক ফাউন্ডেশন ও ইকো হেলথকেয়ার লিমিটেড।। সভাপতিত্ব করেন জনাব সজীব কুমার পরামানিক , পরিচালক ইকো টেক হেলথ কেয়ার লিমিটেড নাটোর।
প্রধান অতিথি ও প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মোঃ রোকনুজ্জামান খান ,ব্যবস্থাপনা পরিচালক, ইকো টেক ফাউন্ডেশন গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শামীমা শারমিন ,সভাপতি ইকো ফাউন্ডেশন, জনাব মোঃ মোবারকুজ্জামান খান, সাধারণ সম্পাদক ইকো টেক ফাউন্ডেশন , জনাব মোঃ ইসারুল হক ইকো টেক হেলথ কেয়ার লিমিটেড। এছাড়াও আরো অনেকে এবং অনেক শেয়ার হোল্ডার দৃন্দ্ব ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানব কল্যানে প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়ন করা র রপরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।