সত্যবার্তা ডেস্ক:
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় দস্তনাবাদ ক্লাব সংলগ্ন মোড় এলাকায় ইউপি উপ-নির্বাচন উপলক্ষ্যে, ইউপি সদস্য পদ-প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। আপেল মার্কা পদপ্রার্থী মিন্টু সরদারের সমর্থকেরা, ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে দস্তনাবাদ মোড়ে প্রথম মোরগ মার্কার নির্বাচনী ক্যাম্প এবং পরে বৈদ্যুতিক ফ্যান মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে বলে অভিযোগ করেন দুই ইউপি সদস্য প্রার্থী। আগামীকাল ২৯ ডিসেম্বর নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের ৪নং ওয়াডের উপ- নির্বাচন কে ঘিরে এই সংঘাত ঘটেছে।
ইউপি সদস্য পদ-প্রার্থী মোঃ কলিম উদ্দিন বলেন, গত ২৫ ডিসেম্বর এই নির্বাচন কে কেন্দ্র করে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ বিন আজিজ এর নেতৃত্বে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে একটা শোডাউন দেয়। তার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে সোহাগের নেতৃত্বে আমার নির্বাচনী ক্যাম্পে শহর থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। তিনি আরো বলেন এই নির্বাচন কে ঘিরে একটি প্রভাবশালী মহল তাদের ক্ষমতার অপব্যবহার করে আমার কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়াতে চায়। এবং এই ঘটনার পর যখন আমি নাটোর সদর থানায় যাওয়ার জন্য রওনা হই তখন স্টেশন এলাকায় পৌঁছালে ১০/১২ মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিগেট দেওয়ার চেষ্টা করে। এর পরও আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসি। ফলাফল তাদের পক্ষে নেওয়ার জন্য একটি স্বার্থন্বেষী মহল তাঁরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
অপর ইউপি সদস্য পদ-প্রার্থী মোঃ আব্দুল ওহাব কবিরাজ এর ক্যাম্প ভাঙচুর করার বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব কে পাওয়া যায়নি। তবে তার একজন সমর্থক বলেন, গতকাল সন্ধ্যায় আমরা ক্যাম্পে বসে ছিলাম হঠাৎ করে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। এবং এই হামলার ঘটনায় আমাদের দুইজন কর্মী আহত হয়। এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্কে বিরাজ করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নির্বাচন কে ঘিরে আর কোন সহিংসতার ঘটনা না ঘটে।
প্রতিপক্ষের উপর হামলার প্রসঙ্গে ইউপি সদস্য পদ-প্রার্থী মোঃ মিন্টু সরদার এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এবং নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ এর নামে অভিযোগ প্রসঙ্গে তাকে ফোন দেওয়া হলে তিনি ফোন কেটেদেন।