সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনান সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন সহ নাটোর জেলা ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মুর্তুজা আলী বাবলু, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগ, শফিউল আলম স্বপন সাধারণ সম্পাদক নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাটোর সফরে নাটোর জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উজ্জীবিত ও আনন্দিত।
নাটোর নাটোর সার্কিট হাউজে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন করতালির মাধ্যমে বরণ করেন শরিফুল ইসলাম রমজান, নাটোর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাধারণ সম্পাদক ও নাটোর জেলা আওয়ামী লীগ। পরে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলের শুভেচ্ছা প্রদান করেন ও ক্রেজ প্রদান করেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের বক্তব্যে নাটোর জেলার বিভিন্ন দিক বর্ণনা করেন এবং ২৯ শে জানুয়ারি রাজশাহী মাদ্রাসা ময়দানে জননেত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন নাটোর জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন কে আগামী ২৯ শে জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করার লক্ষ্যে ছাত্রলীগকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন।