আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে গণহত্যা দিবস পালিত

নাটোর পৌর প্রতিনিধি

মোঃসোহান সরকার

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রত্যাশায় যথাযোগ্য মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসন অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়াল ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এই অপতৎপরতা সফল হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে ধারাবাহিক কর্ম প্রক্রিয়ায় স্বাধীনতা উপহার দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে। আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শহীদ দিবস এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মত গণহত্যা দিবসটিও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে তথ্য অফিস প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। রাত নয়টায় এক মিনিটের জন্যে থাকছে প্রতিকী ব্লাক-আউট। এছাড়া জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে গণহত্যায় নিহতদের আত্নার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর