সত্যবার্তা ডেক্স :
অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, নাটোর এর দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার টিম অভিযান কালে গত ৬ ই মার্চ ২০২৩ তারিখ রাত্রি ২২.৫৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন মদনহাট গ্রামস্থ মদনহাট কবরস্থানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি নীল রংয়ের পলিথিনের অংশ বিশেষ দ্বারা মুড়িয়ে সাদা প্লাষ্টিকের রশি দ্বারা পেঁচিয়ে বাঁধা অবস্থায় পলিথিন ব্যতিত ওজন ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা এবং মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ
আসামী মোঃ রতন হোসেন (২৫) পিতা- মোঃ মোক্তার হোসেন, সাং- ফাতেনগাঁ পাড়া, থানা- নাটোর সদর, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয়। আসামীকে আটক কালে আসামী ২। মোঃ স্বার্থক ইসলাম @ সাগর (২৭), পিতা- মোঃ শহিদুল ইসলাম @ মধু (দত্তপাড়া কলেজের দপ্তরী), সাং-দত্তপাড়া, থানা- নাটোর সদর, জেলা- নাটোর পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৫, তাং-০৭-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (ক)/৪১ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।