সত্যবার্তা ডেস্কঃ
নাটোর শহরতলির বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ওই এলাকার মোঃ মাসুদের স্ত্রী মোছাঃ রুপা বেগম ও জহুরুল ইসলামের স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম।
নাটোর গোয়েন্দা পুলিশের ( ডিএসবি) কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান, পুলিশ সুপারে নির্দেশে শনিবার দুপুর পোণে তিটার দিকে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার বড়ভিটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সাড়ে ৫ কেজি শুকনা গাঁজা সহ রুমা বেগম (৩৮) ও স্বপ্না বেগম (২০) কে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।
ডিএসবি) কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের হেফাজতে রেখে মাদক ব্যবসা করছিল। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে