সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর থানাধীন শংকরভাগ এলাকায় গতকাল (শনিবার) সন্ধ্যা পৌনে ৮ থেকে রাত আনুমানিক ৯ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। চোলাই মদ তৈরি ও সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে ০৪ জন মাদক ব্যবসায়ী’কে ২০৩০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
অভিযুক্তরা হলেন, আসামী ১| মোঃ আবু বক্কর সিদ্দিক (৫২) পিতা- মৃত আব্দুল হাকিম, ২| শ্রী নির্মল কুমার তেলী (৩৫) পিতা- মৃত ঘনরাম তেলী, ৩| শ্রী সুজন তেলী (২৩) পিতা- শ্রী শ্যামল তেলী, ৪| শ্রী সন্তোষ চন্দ্র তেলী (৩৫) পিতা- মৃত কৃষ্ট তেলী, সর্ব সাং- শংকরভাগ, থানা ও জেলা নাটোর।
র্যাব জানায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে এই চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে বহিরাগত মাদক সেবীদের কাছে নিয়মিত তা বিক্রয় করে আসছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।