আজ- সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ছয় দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন!

সত্যবার্তা ডেস্ক :

নাটোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে স্থানীয় কানাইখালি মাঠে এই বইমেলার উদ্বোধন করা হয়।  উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

 

 

উদ্বোধনের পরে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ,রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম রমজান, নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

পরে মেলায় স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় এবার পঞ্চাশটি স্টল দেয়া হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও প্রতিদিন মেলায় স্থাপিত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর