সত্য বার্তা ডেস্ক :
নাটোর জেলার নলডাঙ্গা থানার একটি মোটরসাইকেল পোড়ানো মামলায়। আদালত কর্তৃক ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানাধীন লক্ষীকোল মাদ্রাসা পাড়ায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাসুদ রানা @ ইউসুফ (৪৭), পিতা- মৃত গানা মন্ডল, সাং- সেনভাগ নক্ষীকোল, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ৩১/১২/২০১৬ ইং তারিখ রাত্রী আনুমানিক সাড়ে ১০ টার সময় নলডাঙ্গা থানাধীন বাঁশভাগ গ্রামের বটতলা মোড়ে অস্ত্রসহ বে-আইনী ভাবে দলবদ্ধ হয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা @ ইউসুফ সহ আরো ৬ জন মিলে একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়। এই ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা নং-১২ তারিখ ২৭/০১/২০১৬ ইং, ধারা- ১৪৩/ ৩৪১/ ৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬/ ৫০৬ (২)/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৫ (৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালত নাটোর, আসামী মোঃ মাসুদ রানা @ ইউসুফ কে ৬ বছরের কারাদণ্ড প্রদান করে।