আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে জমি সংক্রান্ত জেরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৬ আতংক এলাকা জুড়ে !

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরে জমি সংক্রান্ত জেরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৬ ,আতংক এলাকা জুড়ে।

 

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের গোলাগুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৬জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- এজাহারনামীয় মোহরকয়া এলাকার বাবু (২৬), আমানুল (৩০), মহসিন (৪৫), রিগান সরদার (৩৪), বিজন সরকার (৩৬), ইলিয়াস প্রমানিক (৩৭)। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতভর লালপুর উপজেলা ও পাশ্ববর্তী পাবনা জেলার ইশ্বরদী উপজেলার বিভিন্ন এরাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মূল পরিকল্পনাকারী বাবু কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

 

 

লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গত ০২ সেপ্টেম্বর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এজাহারনামীয় আসামি বাবুর নেতৃত্বে অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষের চারজন গুলিবিদ্ধ হয়।

 

এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহাতায় রাতভর লালপুর ও পাশ্ববর্তী পাবনা জেলার ইশ্বরদী উপজেলার বিভিন্ন এরাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় মূল পরিকল্পনাকারী বাবুসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর