মোঃ সুজন ইসলাম :
নাটোর সদর উপজেলা প্রতিনিধি :
নাটোরে জাল নোট সহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।
নাটোর সিপিসি-২, র্যাব-৫ এর একটি আভিযানিক দল, গত ২১ মে ২০২৪ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ১০.৩০ মিনিটে বিশেষ গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ৩ নং দিঘাপতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ধরাইল বাজারে অভিযান পরিচালনা করে।
জব্দকৃত আলামত, (ক) বাংলাদেশী কথিত জাল ১০০০ টাকার নোট-১২টি (খ) বাংলাদেশী কথিত জাল ৫০০ টাকার নোট -২৪ টি। (গ) মোবাইল -২টি (গ) সিম কার্ড -৩টি সহ আসামী ১। লাবনী আক্তার রিমু (২০) স্বামী – মোঃ রিপন ২। মোঃ রিপন (৩৩ ) পিতা- মোঃ শহিদুল ইসলাম। উভয় সাং রনশিবাড়ী থানা – বাগমারা জেলা রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মামলা রূজুকরা হয়েছে।