আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে জুয়া খেলতে গিয়ে পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি:
মোঃ সোহান সরকার:
নাটোরে জুয়া খেলতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পুকুরের পানিতে ডুবে মোঃ সামসুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) দিনগত রাতে সদর উপজেলার লক্ষিপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার (১৪ আগষ্ট) সকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। সামসুল হক ওই গ্রামের আমির আলী মোল্লার ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাতে লক্ষিপুর-খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকার জনৈক আক্কাস আলীর পুকুর পাড়ে জুয়া সামসুল হক সহ কয়েকজন বসে জুয়া খেলছিল। এসময় পাশ দিয়ে একজন গ্রাম পুলিশ যাওয়ার সময় তারা পুলিশের উপস্থিতি মনে করে দৌড়ে পালাতে থাকে। এ অবস্থাায় সামসুল হক পাশেই পুকুরে ঝাপ দেয়। আর অন্যরা যে যারমত পালিয়ে যায়। আজ সকালে সামসুল হকের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে ঘটনাস্থাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার