সত্যবার্তা ডেস্ক:
নাটোরে জেলা অটো রিক্সা-সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার নাটোর এনএস সরকারী কলেজ অডিটেরিয়ামে ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই এবং শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পুন্ন হয়। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আইন শৃংখলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদ পদসহ ৮টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদক পদে ৩জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন, হোসেন সরদার,রইস উদ্দিন ও আফজালুর রহমান এবং সাধারন সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন আলো রহমান,রবেল ও মানিক মন্ডল। ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণণা। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা ক্রিড়া সংস্থার সাবেক সেক্রেটারি ও পৌর আওয়ামীলীগের সভপাতি সৈয়দ মেস্তাক আলী মুকুল।