সত্যবার্তা ডেস্ক:
নাটোরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ সফল হয়েছে । বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে অদ্য সকাল দশটায় নাটোর কানাইখালী এলাকায় এ সমাবেশ অনুঠিত হয় । জেলার অন্তর্ভুক্ত বাংলদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী দলে দলে উক্ত শান্তি সমাবেশে উপস্থিত হয় । স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ চত্তর । বিভিন্ন ইউনিটের নেতারা একের পর এক বক্তব্য রাখেন ।
উক্ত শান্তি সমাবেশে বক্তা বলেন ,বিএনপি জামায়াতের অব্যহত অবৈধ অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সংযোগ, জনগনের জানমালের ক্ষতিসাধন ও দেশকে অস্থিশিল করার চক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগ নাটোর জেলা শাখা মেনে নেবে না বলে হুশিয়ারী করেন । শান্তি সমাবেশে শান্তি সমাবেশে বক্তব্য প্রদান করেন ।
নাটোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান নাটোর সদর উপজেলা চেয়ারম্যান । সংরক্ষিত মহিলা আসনের মানীয় সংসদ সদস্যরত্না আহম্মেদ এমপি, নাটোর -নওগা।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ,নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ সহ নাটোর জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মৎসজীবিলীগ,শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগন।