সত্যবার্তা ডেস্ক :
নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল ৫১ তম মহান স্বাধীনত দিবস ওজাতীয় দিবস । কর্মসূচীর মধ্যে ছিল স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন । আর আহত মুক্তি যোদ্ধাদের প্রতি সমবেদনা জানান ।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসন শামীম আহম্মেদ মহাদোয় ,নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা মহাদোয় ,অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের মহাদোয়সহ প্রশাসনের বিভিন্ন র্পযায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ গণ ।
পরে সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসন মহাদোয় সকলের উদ্দেশ্য বলেন ,আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। তাই আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে ।
তারই ধারাবাহিকতায় আজ ২৬শে মার্চ সারাদিন ব্যাপি নাটোর জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শংকর গোবিন্দ চৌধুরি ষ্টেডিয়ামে নানা কর্মসূচীর আয়োজন করেন । উক্ত আয়োজনে নাটোর সদরের বিভিন্ন স্কুল ,কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন ।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শাশীম আহম্মেদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গণ , এবংপুরুষ্কার হাতে পেয়ে আনন্দে মেতে উঠে বিজয়ীরা ।