
সত্যবার্তা ডেস্ক :

অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, নাটোর এর দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার টিমের অভিযানে গত ১৮/০২/২০২৩ তারিখ ২৩.০৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন রায়সিংহপুর বাজারস্থ জনৈক মোঃ শহিদুল ইসলাম এর তাসফিয়া ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩০+১০=৪০ (চল্লিশ) পিচ হালকা গোলাপী রংয়ের টাপেল (ট্যাপেন্টাডল) ট্যাবলেট (Tapal 100), সর্বমোট ওজন =(১২.৬০+৩.৭৫)= ১৬.৩৫ (ষোল দশমিক তিন পাঁচ)) গ্রাম পাওয়া যায় ।

উক্ত সময় আসামী ১। মোঃ মাহাবুর আলম (৩৭) পিতা- মৃত মোজাম্মেল হক, ২। মোঃ হানিফ আলী (৪২) পিতা-মৃত হামিদ আলী, উভয় সাং- বড়বাড়ী, থানা- সিংড়া, জেলা-নাটোরদ্বয়’কে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১২, তাং-১৯-০২-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ২৯ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এবিষয়ে এলাকাবাসী সহ সচেতন মহল অনেক দিন অভিযোগ করে আসছিলো ,তারা নিজেরা বিভিন্ন মাদক দ্রব্য সেবন করেন এবং অন্যদের মাদক দ্রব্য সেবনে আগ্রহী করে তুলে । জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের অগ্রনী ভূমিকাকে প্রসংসা করেন এবং সাধুবাদ জানান ।