সত্যবার্তা ডেস্ক :
নাটোরে কম দামে টিসিবির চারটি পণ্য পাবে ৯২হাজার
রোববার থেকে নাটোরের সাতটি উপজেলা এবং ৮টি পৌরসভায় একযোগে শুরু হচ্ছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। জেলায় টিসিবি পন্য কেনার জন্য ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৯১হাজার ২০০জন উপকার ভোগি। মোট ৩৯জন ডিলারের মাধ্যমে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল, সয়াবিন তেলা পাবেন উপকারভোগিরা।
বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, নাটোর জেলার ৭টি উপজেলা এবং ৮টি পৌরসভায় মোট ৯১হাজার ২০০জন উপকারভোগী রমজান শুরুর আগে চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল এবং রমজানের মাঝামঝি সময়ে আগের তিনটির সাথে শুধু ছোলা যোগ হয়ে চারটি পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন উপকারভোগিরা। কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করবে।