আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত এক নৌ বাহিনীর সদস্য!

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌ বাহিনীর সদস্যে রুবেল ইসলামের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজির বিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মোঃ নাজিমুদ্দিনের ছেলে ও বাংলাদেশ নৌ বাহিনীর খুলনা নৌ ঘাটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন।

 

 

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির  উপপরিদর্শক জাহিদ হোসেন ও স্থানীয়রা জানান, মোটর সাইকেল আরোহী রুবেল হোসেন বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার