সত্যবার্তা ডেস্ক :
নাটোরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোহাম্মদ মানিক প্রাং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ মানিক প্রাং উপজেলার বারইহাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত সোনাতুল্লাহ প্রাং এর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান,মোহাম্মদ মানিক প্রাং বাড়ী থেকে বাই সাইকেলযোগে ডাল সড়ক বাজারে যাচ্ছিলেন। পথে ডাল সড়কের পাশে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে মোহাম্মদ মানিক প্রাং গুরুতর জখম হয়।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ট্রাকটি চিহ্নিত করে তার অবস্থান শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।