আজ- শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ : নিহত: ২ আহত ৩

জেলা প্রতিনিধিঃ

মোঃ সোহান সরকারঃ

জেলার সিংড়ায় সকালে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাতাপাতালে নেওয়া হয়েছে। সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা ,হলেন- সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের আয়নাল হকের ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩০) এবং ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।‌ তারা সিংড়া পশুর হাটে গরু ক্রয়ের জন্য বিয়াশ বাজার থেকে ইজিবাইকযোগে ৫ জন যাত্রী রওনা হন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ইজিবাইক চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর