জেলা প্রতিনিধি:
মোঃ সোহান সরকার:
নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রবিবার বেলা পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি রাজশীর উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায় পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। তাঁর কিছুক্ষনের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়, পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।