সত্যবার্তা ডেস্কঃ
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া ইউএন্ও পার্ক সংলগ্ন রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, ইউএন্ও পার্ক সংলগ্ন রেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সাথে যুবকের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় গার্ডারের ওপর পড়ে যায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুজ্জামান রুমেল জানান, খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ধারণা করা হচ্ছে মানসিক প্রতিবন্ধি ছিল নিহত ওই যুবক। নিহতের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।