সত্য বার্তা ডেস্ক:
নাটোরের নলডাঙ্গায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২১ শে জুন) বিকাল আনুমানিক ৩ টার সময় পঞ্চগড় থেকে রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে উনার মৃত্যু হয়। উপজেলার বীরকুটশা রেলওয়ে স্টেশনের উত্তরে ২৫৬ নং পিলারের উত্তর পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার মোঃ আব্দুল হামিদ বলেন, এই দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে।