আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু !

সত্যবার্তা ডেস্ক:

নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব বয়স (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ ৯ আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব নলডাঙ্গা উপজেলার  মির্জাপুর তেঘরপাড়া গ্ৰামের মজিবর রহমার শেখের ছেলে। এলাকাবাসী জানায়, আজ ৯ আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে মাহবুব হোসেন সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী নীল সাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

 

মাহবুবের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মাহবুব বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। এরপরে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে শনাক্ত করেন। তারা আরো জানান, মাহবুব ৮ মাস পূর্বে বিয়ে করেছেন। তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারছেন না। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের কোন সদস্য পৌঁছায়নি।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর