সত্যবার্তা ডেস্ক:
নাটোরের গুরুদাসপুর থানাধীন চন্দ্রপুর তুলাধনা এলাকায় গতকাল রবিবার সকাল আনুমানিক ৮ টা থেকে ৯ টা পর্যন্ত র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ২০৮০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরি, সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে। আসামী- ১| কমল চন্দ্র পাহাড়ী (৫০) পিতা- মৃত জতু পাহাড়ী, ২| শ্রী মিলন পাহাড়ী (২৭) পিতা- মৃত সীতা পাহাড়ী, ৩| শ্রী নিপেন পাহাড়ী (৩৬) ৪| শ্রী স্বপন পাহাড়ী দুখু (২৫) উভয়ের পিতা- মৃত রবি পাহাড়ী, সাং- চন্দ্রপুর তুলাধনা, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়।
একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় অপর আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, নাটোর সদর থানাধীন দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ আসামী ১| মোঃ আলমগীর হোসেন (২৫) পিতা- মৃত হানিফ আলী, ২| মোঃ আল আমিন (২৫) পিতা- মোঃ ওসমান গনি, উভয়ের সাং- ঋষি নওগাঁ (খোরশেদ মোড়), ৩| মোঃ রাশিদুল ইসলাম (১৯) পিতা- মোঃ রহেজ উদ্দিন মিয়া, সাং- লালমনিপুর (ডাঙ্গাপাড়া পুরাতন বাজার) সর্ব থানা ও জেলা নাটোর কে গ্রেফতার করা হয়।