আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে দুই কেজি গাঁজাসহ দুইজন আটক

সত্যবার্তা ডেস্ক:

নাটোরে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব, অদ্য ০১ আগষ্ট ২০২ ইং তারিখ ১৮:৫০ ঘটিকা হতে ২৩:০০ ঘটিকা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।  নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর পৌরসভা এলাকা ও নাটোর সদর থানাধীন চরতেবাড়ীয়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ ১| মোঃ শাকিল হোসেন (২৪) পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- গোপালপুর (গ্যারেজ) থানা- লালপুর, ২| মোঃ সুজন হোসেন (৩০) পিতা- মোঃ সিদ্দিক হোসেন, সাং- আহম্মেদপুর , থানা- বড়াইগ্রাম, উভয়ের জেলা-নাটোরদ্বয়’কে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে অকপটে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর