আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে চলমান ট্রাকের চালক শাহিন হোসেন (২৮) ও হেলপার জসিম (২২) নিহত হয়। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে নাটোর-বনপাড়া ঢাকা মহাসড়কের কারবালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক শাহিন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার মৃত এলাহীর ছেলে এবং চালকের সহকারি জসিম একই জেলা এবং উপজেলার অচিন্তপুর গ্রামের বাসিন্দা।

 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ শনিবার সকালে বালি ভর্তি একটি ট্রাক নিয়ে শাহীন বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৬টার দিকে আহমেদপুর কারবালা এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে দুমরে মুচড়ে গিয়ে চালক শাহিন এবং সহকারী জসিম ঘটনাস্থলেই নিহত হয়।

 

মাসুদ রানা আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। একইসাথে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালককে ট্রাক সহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনী কর্মকন্ড সম্পন্ন করার পরে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর