আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে দুর্গাপূজায় কোনো মাদক সেবন চলবে না, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি

গুরুদাসপুর প্রতিনিধি:

মোঃ তানভীর রহমান:

প্রতি বছর শরতের সময় বাংলাদেশ, ভারত ও নেপালের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেন। বিশ্বের অন্যান্য দেশেও এই উৎসব পালিত হলেও বাঙালীদের কাছে এটি দুর্গা পূজা নামে পরিচিত।

 

সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদক সেবন করে থাকে। নাটোরের গুরুদাসপুরে এবারের দুর্গাপূজায় কোনো মাদক সেবন চলবে না, প্রয়োজনে চোলাই মদের দোকানও বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম পি। ১৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১ টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে, তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এর আগে প্রতিমা বিসর্জনের দিনে মদ্যপান অবস্থায় অপু ঘোষ নামের এক যুবক নন্দকুজা নদীতে ডুবে মারা যায়।

 

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, ওসি আবদুল মতিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। জানা যায়, এ উপজেলায় গতবারের মত এবারও ৩১ টি পূজামণ্ডপে জাঁকজমক ভাবে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর