আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে দেশীয়অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক!

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিস ইয়াবাসহ মোঃ রিয়াজ @ অন্তু (২৫) ও প্রতীক সরকার (১৮) নামে দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বেলা ৩টার দিকে নাটোর শহরের উত্তর পটুয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এসময় আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত রিয়াজ নাটোর চকরামপুর এলাকার মোঃ সুলতান খানের ছেলে এবং প্রতীক সরকার পশ্চিমহাগুড়িয়া এলাকার নিরাঞ্জন সরকারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।

 

 

উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর পটুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ ও প্রতীক নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশী চালিয়ে রিয়াজের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিচ ইয়াবা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর