আজ- শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যু দন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড।

সত্যবার্তা ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামের গাজী বিশ্বাস এর মেয়ে রাজশাহী সরকারী মহিলা কলেজের ছাত্রী গত ১৯/১০/২০১২ ইং তারিখে কলেজে জরুরী কাজ আছে বলে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর তার পূর্ব পরিচিত মোঃ সাব্বির আহমেদ (২৮), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং- ধানাইদহ, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোরের সঙ্গে, সিংড়া থানাধীন পেট্রো বাংলা এলাকায় সাব্বিরের বন্ধু মোঃ রেজাউনুল ওরফে রাব্বী (২৭), পিতা-মোঃ রেজাউল করিম ভুট্টো, সাং- জামাই দিঘা, থানা-বড়াইগ্রাম, জেলা- নাটোর, তাঁর সিংড়ায় হাবিব ছাত্রাবাসে মেয়ে টিকে নিয়ে যায়।

 

তারপর মেয়েটিকে নিয়ে উক্ত আসামীরা বেড়ানোর কথা বলে একটি ভ্যানে করে। কলম মির্জাপুর গ্রামের দিকে নিয়ে, সেখানে রাত্রি হয়ে গেলে মেয়েটি বাড়িতে যাওয়ার কথা বললে। আসামীরা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কলম মির্জাপুর গ্রামের ঈদগাঁ মাঠের পার্শ্বে নিয়ে গিয়ে আসামীরা পালাক্রমে গণধর্ষণ করে। মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসেএবং আসামীদের ধরে সিংড়া থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মেয়েটি কে উদ্ধার করে এবং আসামীদের আটক করে থানায় নিয়ে যায়।

 

পরবর্তীতে ভিকটিমের পিতা গাজী বিশ্বাস নিজে বাদী সিংড়া থানায় মামলা দায়ের করেন। মামলা টি দীর্ঘ ১০ বছর চলার পরে বুধবার (৫ এপ্রিল) নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ জনকে খালাস প্রদান করেন।

 

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হলেন, ১| মোঃ সাব্বির আহমেদ (২৮), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং- ধানাইদহ, থানা-বড়াইগ্রাম জেলা-নাটোর। ২| মোঃ রেজাউনুল ওরফে রাব্বী (২৭), পিতা- মোঃ রেজাউল করিম ভুট্টো, সাং- জামাই দিঘা, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর। ৩| মোঃ মোঃ নাজমুল হক (২৯), পিতা- মোঃ আব্দুল রসিদ মন্ডল, সাং- নাছিয়ার কান্দি, ৪| মোঃ রাজিবুল হাসান (২৮), পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- মহিষমারী, ৫| মোঃ রিপন (২৯), পিতা- মোঃ মহিদুল, সাং- নাছিয়ার কান্দি, ৬| মোঃ শহীদুল (৩৮), পিতা- মোঃ রাজ্জাক ওরফে গুদা, সাং- কলম মির্জাপুর, সর্ব থানা- সিংড়া, জেলা-নাটোর।

 

যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত হলেন, ৭| মোঃ মনিরুল ইসলাম (২৮), পিতা- মোঃ আয়চান প্রাং, সাং- মহিষমারী হাইপাড়া, ৮| মোঃ খাইরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ হাসান আলী ফকির, সাং- কলম মির্জাপুর, ৯| মোঃ আতাউর ইসলাম (৩২), পিতা- মোঃ নজরুল, সাং- কলম মির্জাপুর, ১০| মোঃ রেজাউল করিম (৩৮), পিতা- আব্বাস আলী, সাং- কলম মির্জাপুর, সর্ব থানা- সিংড়া- জেলা- নাটোর। এবং ১ জন আসামী মোঃ নাছির (২৯), পিতা- মোঃ ওয়াজেদ, সাং- নাছিয়ার কান্দি, থানা- সিংড়া- জেলা-নাটোর কে মাননীয় আদালত খালাস প্রদান করেন।

 

উল্লেখ্য যে, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এই মামলার প্রধান আসামী ১নং মোঃ সাব্বির, ৪নং মোঃ রাজিবুল হাসান, ৫নং মোঃ রিপন ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ খাইরুল ইসলাম পলাতক রয়েছেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর