সত্যবার্তা ডেস্ক:
প্রতারণার মাধ্যমে নকল স্বর্নের মূর্তি বিক্রয়ের সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা সহ দুইজন কে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় নাটোর সদর থানাধীন দিঘাপতিয়া ইউনিয়নের পূর্ব হাগুড়িয়া এলাকায় কালিগঞ্জ হতে দিঘাপতিয়া গামী পাঁকা রাস্তার উপর র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে। ০১ টি নকল স্বর্নের মূর্তি সহ এই চক্রের মূলহোতা আসামী ১| মোঃ ফেরদৌস মন্ডল (৬০) পিতা- মৃত আনসার মন্ডল, সাং- লক্ষীমন্ডল (জিয়ানগর ইউনিয়ন পরিষদের পাশে) থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া, ২| মোঃ মজিদ প্রামানিক (৪৫) পিতা- মৃত বাছেদ প্রামানিক, সাং- মাটিকাটা (ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে) থানা- সিংড়া, জেলা-নাটোর কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের নিকটে, সোনালী রংয়ের পুতুলকে স্বর্ণের পুতুল বলে প্রথমে বিশ্বাস করায় এরপর প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তাদের মূল পেশা।