সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর থানাধীন গতকাল সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এবং জনাবা- সাদিয়া আকতার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহিত যৌথ অভিযান পরিচালনা করে। নাটোর জেলার সদর থানাধীন লেঙ্গুরিয়া মধ্যপাড়া এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে “পলাশ এন্টারপ্রাইজ” এর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা এবং পলিথিনের গুদাম থেকে ১০,৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, নাটোর বরাবর হস্তান্তর করা হয় এবং জরিমানা করা ৫০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।